না না দোষে ডুবে আছে সব মানুষের জীবন, সব ছাড়ে তো দোষ ছাড়েনা- দুষিত এ ভুবন। থাকলে মানুষ খুব নিকটে হয় যে তাহার দুষন, কাছের মানুষ দুরে গেলে লাগে আরও আপন।ভুবন দোষে হলাম দোষী করল দোষী সুজন, দোষ এড়াতে দায় ঝরাতে পোহায় জনম-মরন।
অবিরত সম্মুখ পানে বয়ে চলে সময়
কর্ম টাকে ধরে রেখে টানে শুধু আমায়,
কত সময় পার হয়েছে এ জীবনের পিছনে
আজ মনে হয় অতীত ছিল অন্য কোনো ভুবনে।
মাটি কামড়ে পড়ে থাকি; এ দেখি
মাটিও যাচ্ছে সরে আমায় ছেড়ে,
সময় সব নিচ্ছে কেড়ে,
বল কি করে
রইব আর পুরনো ঘরে?
চলছি তাই সময়ের হাত ধরে
সময় একদিন পৌঁছে দেবে মহাদ্বোরে
সেথা কটাক্ষ বন্দী রব কিছুকাল
সময় আবার ডাকবে আমায়-এলে মহাকাল।