তোমারি সাথে আসতে ঘুরে গভীর বেদনার ঘরে
চেয়েছি তোমার খানিকটা সময়। যদি দিতে.......
জানিতে এ মন যাতনা
না না রঙের বিষ বেদনা
আসিলে না তুমি আসিলেনা।
ছিলে কেবলই সুখের প্রহর গুলিতে
ছিলে আমার সোনাভরা দিনগুলিতে,
আজ শত বেদনা ভারে মোর সোনার পঙ্খী ঘুরে ঘুরে মরে
তুমি নিলেনা তার বেদনা ভার
বেদনা গুলি রয়ে গেল শুধুই আমার।
কিসের যাতনা ভারে এ মন নরবর করে
জানেনি আজও; খুঁেজ পাইনি
চরম দুখের বেলা একেলা একেলা
পাইনি খুঁেজ তোমায়।
নীরব সকল কোলাহল
মেনেনিতে কস্ট হয়, সময়ের স্বাধ চলে যায়
ডাকে না আমায়।
বন্ধুদের আসর রঙিন সুখ প্রহর
আর খুজেঁ না আমায়।
কত স্বাধে খেলা ঘর বেধেঁ পৃথিবীকে করেছি আপন
বন্ধু সজনে মুখরিত আমার আঙিনা-কত’না কোলাহল।
সংগোপনে হারালো সবই
একাকি চিওে ভাবি
সময় সবই করেছে গোপন
আমার স্বাধের ভুবন।
স্বজনের মাঝে হারাই যখন নিজে
খুজেঁ পেতে চেযে রই, ভাবনা চলে নীরবে
আমার সময় হয়নি আজও
পিছন ফিরে অতীত কি আর ফিরে পাবে।