মানুষের কত রকম সমস্যা, কেহ চায় পুর্ণিমা কেহ আমাবশ্যা। মানুষ যে কত কিছু করে, কতক থাকে দুর বিদেশে কতক আবার ঘরে। মানেুষের কত যে কান্ডজ্ঞান, কিছ ুআছে মূর্খ মানব, কিছু কর্মে সমাজ কল্যান। মানুষ যে কত কিছু দেখায়, কেহ চলে গাড়ি চেপে কেহ আবার খালি পায়। মানুষের কত যে অভাব, যত পায় হয়না তবু বদলায় না স্বভাব।
অবাধ্যতর অসংযমী মানব প্রানের মুক্তিদুত
নিখুঁত নিলয়ে গড়িছে বসে প্রভু নিরঞ্জন
মানব প্রানী কি অদ্ভুত।
হাসি মাখা ফাঁকা ঘরে আসিয়াছ কেঁদে কেদেঁ
স্বর্গ পর্দা ভেদে মাটির জালে পড়িলে ধরা
পৃথিবী তোমায় রাখিবে মিথ্যে মায়া ফাঁদে।
কত সাধনে বাধিঁবে বাধঁনে- এই না মানব ঘর
আপন ও পর চাহিবে তোমারে
কি করে ছাড়িবে সংসার।