উদাসী হারায়েছে দিশা নীলাম্বুর নীলে
খেঁচর ভেঙ্গেচে খাঁচা মিলেছে পালে
ভ্রমরা করেছে নেশা পেয়েছে শতদলে
তোমায় বেধেঁছি আমি মনমনিকাঞ্ছ তলে।
রাজন তালে ছন্দ মোচন হলে ভারি দায়
সুরের পতন হারায় রতন ভাব- ই-কবিতায়,
হৃদ ভক্তি অধঃই রক্তি যেথা মূর্ছা খায়
কবির যতন অতিরদন মূর্ত ভূূমিকায়,
এহেন যদি দহন অতি উল্টো পথধায়
মর্ত্যে বাসর; শুন্যে আসর আত্ম পূর্ণতায়।