মুক্ত চিন্তা ব্যাতিরেকে স্বাধীনতার হাত ধরে সম্মুখ এগুই যত
অবিরত শত ক্ষত পুড়েছে হ্রদয় জুড়ে- নীড় হারা পাখির মত
স্বাধ লুফেছে আজ দানবীয় শক্তি, জানি ভক্তি তাতে নেই কারও
বাঁধ দিয়েছে আজ মানবতায়, কেবলই স্বাধীনতার দোহাই করো।
দিন গুলি আমার স্বাধীনতা পায়না- রাতে বদ্ধ আধাঁরে
স্বাধীনতার সংগা নিয়ে দন্দ সারাক্ষন ভিতরে- বাহিরে।