দেহের সকল সজীবতা নিরবে গুনে নির্জীবতা
মনেতে মলিন বাসনা প্রাণচাঞ্চল্যতা খুঁজে পায়না
উদ্দীপনার উৎকর্ষ সুদিন হয়ে যাচ্ছে একে একে বিলীন
হারিয়ে যায় ধীরে ধীরে আপনাত্মা থেকে বহু দুরে
চিরঞ্জীব চিন্তা চেতনা দেয়না আর আরাধনা
নব সৃষ্টির আযেয়াজনে ভুক্তভাগী এ ভুবনে
পরিবেশর প্রতিকুলতায় হিয়ার অনু বিলীন হয়
সমাজের দায় বদ্ধতায় ইচ্ছেবন্দী জীবন কেটেযায়।
সকল ইচ্ছে শক্তি ক্ষনে ক্ষনে হয়ে যায় বিলুপ্তি
প্রানের বদ্ধ আশাগুলো, হচ্ছে আজ শ্বাসরুদ্ধ
মনবলের নিহারীকা মরে হয়েছে মরিচিকা
সম্মুখে এগুনোর উদ্দেশ এখন নিরুদ্দেশ
মনেতে সৃষ্ট সাধ ভঙ্গ করে দিয়েছি বাঁধ
জীবনের সকল বাসনা,পেয়েছে শুধু ব্যাঞ্জনা
তবু জীবন খোঁজে নব আশার ভুবন
কভূ মন হারায়না সুপ্ত বাসনা।