হোক স্তব্ধ,দগ্ধ দেহ
অনিশ্বেস হোক নিশ্বাস
মনটারে করে লও বিশ্বাস যোগ্য
দেহটারে করে দাও নগ্ন,ভগ্ন,অভোগ্য।
সাধু তার সাধনে
আশুলগ্নে-ধ্যান মগ্ন,
চলুক অবিরত; বলুক প্রতিনিয়ত
হোক দুর...
হৃদপিন্ডের কুলশন
দমের দাওয়ায়।
পৌঁছে যাই মনের দুর কিনায়
খুজেঁ বেড়াই নিজের ভিতর অজানায়,
এত কিসের গভীর চেতনা লুকিয়ে ছিল
এই দেহ-মনান্তরালে
এ কি চেতনায় আজি জাগালে
খুজেঁ পাই মনের চিরন্তন বসতি।
কি ধ্যান ধারনে মন অধিরক্তি
কি সে মম দম মিলেনু ভক্তি!
ভুলিনু কায়া মায়া
দেখিনু অন্তর ছায়া।
কিরুপ চলে; অবিচল তালে!