ভালোবেসে সখি নিশিথ শয়নে এস নয়ন(ও) গভীরে
লুকাবেনা আর; দেখির তম রূপ বাহার শত লোক ভীরে।
স্বপন ভংগে তোমারই সঙ্গে দেখি প্রভাত দিবাকর
শত করি যতন আমারই স্বপন না যায় ফুরায়ে।
সখি দুরে দারায়ে দুহাত বাড়ায়ে মিছে ডেক না আর
ভালোবাসা যত করে হ্রদয় ক্ষত-জীবন নির্বিকার,
সখি স্বপনে এস আবার।
আধাঁর গোপনে ডাকি মনে মনে
তুমি শুধু আমার।
ভালোবেসে সখিন নয়নও গভীরে
এসো বারে বার।