নিয়তি আমার বারেবার দুরে ঠেলে দেয়
রূপের ধুপে হই দিশেহারা পথহারা পথিকের ন্যয়
ব্যথা শত হ্রদয় ক্ষত বয়ে চলি একাকী
পথ সীমা খুঁজে খুঁজে নাই।
নিয়তি আমার কাছে এসেও ছলনায় হারায়
ভাবনার দেয়ালের রং মুছে গেছে
ভালোলাগা বলে কিছু নাই।
কত পথ চলে একা শেষটা রয়ে যায় ফাঁকা
বুঝি মিছে ছিল সব ছোটাছুটি
আজ দুই পানে দুই দিগ,
তবুও মন মাঝে তাহাকেই ফিরে পেতে চায়
নিয়তি আমার না পাওয়ার শেষ হবে এই ভেবে।