যাহা বোঝার সাধ্য নাই তাহা বুঝ‌তে কেন চাই।
ধী‌রে চ‌লে ধরনী ধীর মনহরনী সকলই বু‌ঝিয়া লয়,
জীবন ক‌রে অাত্ম‌কে‌ন্দ্রিক,সুখ দুখ রয় অা‌পে‌ক্ষিক, অন্ত‌রে ঠাই দুজনায়।
জগ‌তে বা‌চিয়া জগতই বু‌ঝি,পরপা‌রের খেয়া খু‌জিয়া মা‌ঝি, কেম‌নে ঠাই মিলাই।
‌দিবা রাএ‌ী একক যাএ‌ী, অাপনারই সা‌থে ক‌রি মৈএ‌ী ,ছায়া‌কে সঙ্গী বানাই।