বানমেরে রেখেছিল নদীর ঘোলা জলে
ধীরে ঝিমে পেয়েছিল একলা ঘরে বলে।
জলকুমারি জলের তলায় ঘোলা জলে বান
খোলা হাওয়ায় চুল খুলোনা কুমারী সাবধান।
মায়াপরী দুস্টভারি নয়ন মুদিলে করে জ্বালাতন
সাবধান হও দুরে রও আলেয়ারে করোনা আপন।
সমধাতু তার সমজাত টানে পড়ে রয় বিধর্মি ধাতব
চুম্বক শুধু লোহাই টানে, না আছে এ ভিন কোন স্বভাব।