সুর্যটা ডুবে যায়, নদীর ঢেউ ধীরে ধীরে আশ্রে পড়ে তীরে, দিনের সমাপন ক্লান্ত লগ্ন এখন তাই বলাকার দল নিরে ফেরার পালা, মাঝ নদীর নৌকা গুলো আরও দুরে চলে গেছে নদীর বুক এখন ফাঁকা, এই আমার বাড়ি - নদী আর মাটির খুব কাছাকাছি। রোমান্টিকতা, বিরহ ব্যথা সবই আসে জীবনের ধাপে ধাপে। মুছে যায় পুরনো স্মৃতি,জীবনে আসে নুতন গতি, চলে এরূপ অহরহ, সময় সাপেক্ষে পাল্টে জীবন মোহ। কখনও জাগে হারানো বেদনা, কখনও আসে নবরূপ চেতনা, দুঃখ সুখের সব কথা নদীকেই বলি।
কোনো এক সন্ধ্যা ঘন সূর্য ডোবা ক্ষনে
একাকী হারিয়েছিলাম স্বাধ সাধুর বনে
উঁচু পাহারের এক কোনে
যেথা নীড় হারা পাখি খুঁজে পায়
ঘন সবুজে ঘেরা অরন্য
আধাঁর ঘেরা পাহাড়ে পাখিরা যেথা হারায়
আমিও হারিয়েছিলেম হয়ে বন্য
অরন্য জঙ্গলের মাঝে।
পাহাড়ের গায় সোনালী কাশফুল গুলো
আধাঁরের বর্ণে রূপ বদলায়
শেষ বেলার সূর্যালো
আমাকেও লুকালো
আলো ছাঁয়া ছেড়ে পাই শুধু নিজেরে
শেষের বেলায় সব বর্ন হারা।