স‌খি ওই
ফুল পা‌খি বনলতা তাহার সা‌থে ক‌হিব কথা
‌তোমারই শুভ্রতায় স্নিগ্ধ পরশ পায় সবুজ ক‌চি নরম ঘাস
সবু‌জের মা‌ঝে স‌খি তোমারই বসবাস।
সাক্ষী তরু সাক্ষী বন সাক্ষী শর‌ৎ মাতুল
‌তোমার চু‌লে মেঘ দু‌লে দু‌লে খে‌লে যায় কাশফুল ।
শরৎ স‌ন্ধি ক্ষ‌নে আসে য‌দি তব ম‌নে
দু‌রে‌তে র‌হিব না আর আসিব ফি‌রে বা‌রেবার
‌তোমারই সবু‌জের দে‌শে যেথা শতরুপ মি‌শে
রূপসী‌রে ক‌রে‌ছে রূ‌পের রূপকার,
যেরূ‌পে মন চায় সেরূ‌পে তাহা‌রে পায়
পু‌স্পে পু‌স্পে পদচারনায়
             আসে যেন প্রিয়া আমার।