জানি আমি ফিরিবনা অতীতে
কোনো দিন আর
অতীত তাই বয়ে চলে
সাথেই আমার।
হয়ত অতীত ফিরে পাবো
ভবিষ্যতে খুজেঁ নেবো,
অতীত আমার অহংকার।
তাই বলে মন যায় চলে
বর্তমানের সুখ অতীতে মেলে
অতীতেই ফিরে বারেবার।
আমার অতীত আমারই মত
বিবরনে খুজেঁ পাবে,উপমায় শত।
মানুষেরই মাঝে প্রেম; মানুষেতে ব্যথা-ক্ষত,
অতীতেই স্বর্গীয় সুখ;অতীতে মর্ম কথা-যত।
বিধি জানে কোন ক্ষনে আসিবে মোর তিথি
মন বলে মহাকাল তলে জমেছে অতীত স্মৃতি।
হয়ত কিছু বুঝি-তাহাই সদা খুঁজি
খুঁজে খুঁজে ঠাঁই নাই
নাই কিছু পাই,
আমার জীবন আমার স্বপন-আমি একাই মজি
অতীতে হারাই
ফিরে ফিরে পাই
স্বাধ জনমের তিথি।