অাজকে ইদের দিনে অামি
পড়বো নতুন জামা
সেই খুশীতে মন রাঙ্গিয়ে
ঘুরবো সাঁজেরবেলা।
সুরমা চন্দন অাতর গোলাপ
রং বেরঙ্গের সাঁজে
সেঁজে গুজে ঘুরবো সবে
কাটবে দিনটা হেসে।
অাজকে ইদের দিন
চাঁদ উঠেছে ওই অাকাশে
খুশীর বারাত নিয়ে
সেই খুশীতে নাঁচছে দেখ
করছে দুল দুল প্রান।
অাজকে ইদের খুশীর দিনে
নতুন জামা পড়ে
ঘুরছে দেখ শিশু কিশোর
মন ভোলানো ছলে।
কেটে যাবে দিনটা অামার
অাজ বড়ই অানন্দে
বাঁকা চাঁদ উঠছে দেখ
ওই দুর অাকাশে।
নতুন জামা টুপি পড়ে
মোরা যাব নামাজে
দোস্ত দুশমন যাব ভুলে
মিলাবো দুটি হাত।
কেউ তো বারন করবে না
আজ কেউ তো শাষন করবে না
ইদের দিনে মুগ্ধ প্রান
দুলছে দুলে দুলে।