লেখাপড়া করবো মোরা
খেলবো মিলেমিশে।
সুখে দুঃখে থাকবো মোরা
পরিবারের সবাইকে নিয়ে।
জ্ঞানী গুণী হবো মোরা
বিদ্যা অর্জন করে।
রবে নাকো দুঃখ মোদের
থাকবো সুখের ঘরে।