আমি রোজ রাতে ভোজন বিলাসে মাতি
গোটা আস্ত স্বপ্ন চিবিয়ে খাই
সাথে এক কামড় ইচ্ছে আর দু'চামচ চাওয়া
সালাদে থাকে সুখ আর হাঁসির স্লাইস।
.
সামাজিক রাত্তিরে কখনো টেবিলে সাজে
ফয়োট'স আয়োজন
চারপাশে ধোঁয়া ওড়া সুস্বাদু প্রেম
আমি গোগ্রাসে গিলে খাই সবটুকু।
.
তারপর ঢেঁকুর।
সে ঢেঁকুরে বিষ আর দূরগন্ধ
সে বিষ সামাজিক জীবনে মিশে উল্লাসে মাতে