:পেটের ভেতর ঝড় উঠেছে,
বৈকাল ভোজ প্রয়োজন।
কথায় তো আর সইছে না কবি
-আচ্ছা, তবে ওঠো এখন।
চলো গরম দু’কাপ চা হয়ে যাক
:হ্যাঁ সে বুঝতে পেরেছি
বিনামূল্যে ধূলোও আছে সাথে।
আর যেনো কি?
-আছে জীবন, আছে বাস্তব।
কাঁচের ঘরে বসে তোমার
বন্দী হতে কেমন লাগে?
কফি খাবে; তাও আবার ঠান্ডা করে
আহ! কি দুষ্টামি রে বাবা।
:আচ্ছা হয়েছে,
টং এর থেকে আধধোয়া কাপই সই
-সাথে ধরো একটা নিকোটিন শলাকা।
তুমি-আমি, এক সিগারেট, ভাগাভাগি।
উফফ ভাবা যায় রসায়ন টা......
:ওটা না হয় আমায় যেদিন হারাবে,
সেদিনের জন্যই বরাদ্দ থাক।