: কে তুমি?

- আমি? আমি তোমার শুভাকাংখী।

: আমি বিশ্বাস করি না,
এটুকুতে আমার চলবে না।
পরিচয় দিতেই হবে।
যদি তুমি আত্মঘাতী হও?
ভেঙে গুড়িয়ে দিতে পারো-
আমার সাধের রাজ্য।
যদি তুমি আততায়ী হও??
সোমেন চন্দের মতো
আমাকেও মরতে হবে অকালে।
এ মনোরাজ্যে আজ অব্দি
কেউ শুভ আকাংখা বয়ে আনেনি।
কেউ রূপ বদলে হয়েছে আত্মঘাতী
নয়ত আততায়ী।
পরিচয় দাও,
নয়ত এ মনোরাজ্যে তুমি অবাঞ্ছিত।