শত মাইল হেটে এসে মুখোমুখি হলাম মরিচিকার।
সূর্যের লোভাতুর প্রতিফলনের নিষ্ঠুর অট্টহাসি দেখে-
বুঝে ফেললাম মস্তিষ্ক মহাশয় প্রতারণা করেছেন।
আমি সুস্পষ্ট দূর্ভাগ্যের সামনে অস্পষ্ট হাতছানি দেখলাম
স্বস্তির
নাতিদীর্ঘ খানেক আরও কিছু ভুল পথ পিছে ফেলে
গা এলিয়ে এলো বিথী ছায়া তলে।
দৃষ্টি সীমানা দক্ষিন দিগন্তে, সেখানে আকাশ স্বাভাবিক
নীল,
সাথে সাদা মেঘ।
আহা! পথ ভুল হলেও আকাশ টা ভুল নয়,
মেঘ কিংবা এই ছায়া আর হাফ ছেড়ে এই স্বস্তি
এরা কেউই ভুল নয়।