পথে পড়ে থাকা পাতলা একটা আবরণে চোখ আটকে গেল ।
ব্যাঙের মরদেহ ঐটা ।
বেচারা রাস্তা পার হতে গিয়ে
সাইকেল/ভ্যান চাপা পড়ে মরে ছিলো হয়তো দিন পনেরো আগে
মরদেহের উপর দিয়ে দিনে হয়তো কম হলেও
আরও বিশ পচিশবার সাইকেল/ভ্যান চলে যায় ।
এখন শুধু একটা পাতলা, শুকনো কড়কড়ে অবয়বের আবরণটাই অবশিষ্ট ।
হায়রে বেচারা ব্যাঙ!!!
এখানে তোর অস্তিত্ব অবহেলিত ।
ইকোসিস্টেমে তোর ভূমিকা থাকুক,
তাতে কার কি?
ওসব সিস্টেমের বংশ চুলোয় যাক...
অবহেলা তোদেরই প্রাপ্য ।
আরও দুটো ব্যাঙ মরে পুকুরে চিৎ হয়ে ভেসে থাক
তবু ইট মারা থামবে না ।
বিকেলটা তো ওদের ভালোই কাটছে ।
হতভাগা ব্যাঙ তোরা অবহেলিত ।
উৎসর্গ: ব্যাঙ সহ সৃষ্টিকর্তার সকল অবহেলিত মানুষ ও জীবদেরকে....