একটা রিকশা ডাকি এই ঝুম বৃষ্টিতে!
মাতাল বাতাস বয় সদ্যোজাত প্রেমের নদীতে,
পাশে এসে বসো ভেজা গোলাপের মতো,
কিছুটা শীতল জল পান করে নিক উত্তপ্ত গ্রহ,
কতো লক্ষ বছর দুজনে পুড়েছি বলোতো!
বারন্দায় কফি আর গীতবিতানের গানে,
বিরহে চুপসানো মন আর কতো পোষ মানে?
নেমে এসো পথ ভুলে, আলতো পায়ে জলে,
যান্ত্রিক বাঁশি বাজে নাগরিক নীপবনে!
পাশে এসে বসো, কুড়িয়ে এনেছি কদম!

প্রেমের আবাদে লাগে বিশুদ্ধ কণার জল,
এই অপার মেঘের দিনে একটা রিকশা ডাকি,
নেমে এসো যত্নে পড়ে নীলাম্বরী শাড়ি,
স্বেচ্ছায় ভিজে হবো পুকুরের মতো টলমল!
বয়সী রাস্তায় উথাল পাতাল নাচে শালিক যুগল,
পাশে এসে বসো, ক্লান্তির দখলে আধুনিক কাল,
তোমাকে ছুঁয়েই আজ শেষ হোক আকাল!
বাতাসের ভুলে লেগে যাক হাতে হাত,
শখের কাঁচের চুড়ি পড়ে নিও জোড়ায়,
একটা রিকশা ডাকি শহর ডোবানো বর্ষায়?

পৃথিবীর সমস্ত ভেজা পাতা ডাকছে তোমাকে,
জলের প্রপাত আমি আনব কুড়িয়ে,
শুধু তুমি পাশে এসে বসো,
মেঘমালা নকশায় সিক্ত আঁচল বাতাসে উড়িয়ে!
চলো কাকভেজা হই স্তম্ভিত মোড়ে,
ডানা ঝাপটাক পাখি ভয়ে ঝড়ের বাতাসে,
একটি আগুন তীব্র দাবদাহে জ্বলছে তো জ্বলছেই,
আমাদের বুকের সিন্দুকে,
নিভে যাক তারা আজ স্রেফ ভিজে যেতে যেতে!
তোমার সিক্ত চুলে গেঁথে নিও প্রজাপতি ক্লিপ,
হৃদপিন্ড অনিয়মে করুক ভয়ংকর বিপ বিপ!
তবু আজ ছুঁয়ে দিব খোপার কুন্ডলী,
নেমে এসো প্লিজ! একটা রিকশা ডাকি!