পরিত্যক্ত ইস্কুলগৃহটি গরম রক্তে ভেসে গেছে
উপরে বাতাসের ছাদ, পোড়াগন্ধ
লা হিগুয়েরার পাথুরে ময়দানে, বারুদের
ধোঁয়ার সাথে উড়ে চলেছে উল্টানো টেবিল চেয়ার
ভাঙ্গা বেঞ্চ, বুলেটের খোসা
বলিভিয়ার এই অঞ্চলে গোধূলির আভা
সারিবদ্ধ পাইন গাছে পাখির চীৎকার
নিথর দেহটি থেকে দুটি বিস্ফারিত চোখ
চেয়ে আছে নিষ্পলক
যেন জিহোবার ক্রুদ্ধ দুই চোখে তুমি দেখে নিচ্ছ
শেষবার, শোষকের
বীভৎস চেহারা
কবিতার সবুজ খাতাটি, তরবারির
মত উঁচিয়ে তুমি শুয়ে আছ লাল বিছানায়
চে গুয়েভারা, তোমার উন্মীলিত চোখ আমাকে
কিছুতেই ঘুমোতে দেয় না
রাত নেমে আসে আতংকিত পাহাড়ের কোলে
---
ধানমন্ডি, ঢাকা
১৭ জুন বৃহস্পতিবার
২০২১ খ্রীস্টাব্দ