যা কিছু দেখছি, সব তার লিখে যেতে
পারবো, এমন ভরসা নেই
সবুজ শৈশব, সোনালী দুপুর, ধূসর
বিকেলের ছায়া, সব রঙ হারিয়ে যায় কেবল
রঙধনুতে, আমি তবু বর্ণান্ধ বণিকের মতো
এদিকে সেদিকে খুঁজে বেড়িয়েছি, আরবী ঘোড়ার
জ্বীন

কখনো মনে হয়েছে আমি কোন নিয়ম জানি না
ছন্দ উপমা ভুলে গেছি, খঞ্জ তৈমুরের মতো
বাঁকা লাঠি হাতে হেঁটে গেছি
অচেনা জংশনের দিকে
কে সেই জ্যোতিষী, আমাকে দেখিয়ে দিয়েছিল
মহা নির্বাণের পথ ?

পাখীশাস্ত্র ঘেঁটে আমি জেনে নিয়েছি
উড়ালের কৌশল। পাহাড় ডিঙিয়েছি, নদীপথেও
চলেছি, সরাইখানার জিপসী রমণী আমাকে
শিখিয়ে দিয়েছে-

আমরণ গোপন যুদ্ধ, মৃগনাভী কস্তুরীর সঠিক ব্যবহার
-----

ধানমন্ডি ঢাকা
০৩ ডিসেম্বর শুক্রবার
২০২১ খ্রীস্টাব্দ