নিজস্ব বলে কোথাও কী কিছু নেই প্রভু ?


যেমন সমর্পিতা, শ্রাবণের কোন বিকেলে
এক গুচ্ছ হিজল পাতা, কদম্ব ফুল
ওর ভেজা আঁচলে তুলে দিয়েছিলাম
'কখনো সময় পেলে খোঁপায় গুঁজে নিও'
এই কথা বলে ওর চিবুক নেড়ে দিতেই
কোন কিছু না বলেই চলে গিয়েছিল প্রিয় বান্ধবী
সমর্পিতা


পাখিদেরও যেন ঠিক এমনই স্বভাব
কিছুই বলবেনা, কেবলই উড়ে যাওয়া
তবুও তো বৃষ্টির আভাস পেলেই
পাখিরা ঘরমুখী হয়, ফিরে আসে নিজস্ব
ডেরায়। অথচ সমর্পিতা সেই যে চলে গিয়েছিল
কখনো ফেরেনি আর


বৃষ্টিমুখর কিংবা বৃষ্টিবিহীন কোন অনন্য বিকেলে


###


ধানমন্ডি, ঢাকা
২২ এপ্রিল বৃহস্পতিবার  
২০২১ খ্রীস্টাব্দ