'মানুষ হত্যা মহাপাপ'- ইতিহাসে, পুরাণে
এরকমই বলে গেছেন
প্রাচীন প্রাজ্ঞজন, সুধী সাধকেরা-
তথাপীও, ক্রুশবিদ্ধ হয়েছিলেন হযরত ঈশা
মসীহ।

জামায় রক্তের দাগ, সীসার আগুনে
পুড়ে যাওয়া বুকের জমিন, প্রিয় তামাকের
পাইপ হাতে নিয়ে,
বিধ্বস্ত সিঁড়ির পাঁজরে পড়ে আছেন-
বঞ্চিত শোষিত নিপীড়িত জনতার একমাত্র আশ্রয়।

স্বদেশের মানচিত্র, লাল সবুজের পতাকা
মাসুম দেবশিশুর মৃত্যু চীৎকারে ক্ষত বিক্ষত হয়েছে
দ্বিখণ্ডিত হয়েছে সুবেহ সাদিকের রক্তিম আকাশ
বঙ্গোপসাগরের নীলাভ জলরাশি!

বিপর্যস্ত বিপন্ন নৌকা ভেসে যায় অথৈ অশ্রুজলে!

#######

ধানমন্ডি
০৪ অক্টোবর ২০২০ খ্রীস্টাব্দ