'যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংসস্থিতা।'
(সর্বত্র বিরাজমান হে ঈশ্বর, নিদ্রাতেও তোমার অস্তিত্ব রয়েছে!)
-----
প্রেমের দেবী ঈশতার এক চন্দ্রমাসে
সমতল ভূমিতে নেমে আসে, দেবীর
কুঞ্চিত কেশে স্বর্ণের আভা
গাত্রাভরণের মৃদুলা ঝংকারে, নিদ্রাহীন
রজনীর বাষ্পীভূত প্রণয়চিহ্নগুলি, নিরন্তর
ঝরে যেতে দেখি!
করতল ছুঁয়ে উড়ে যায় পশ্চিমের মেঘ-
মেহগনি জলমন্দ্রকে, দেবতা পাহাড়ের পাশে
আকাশ বিদীর্ণ হয়। নৈঋত-ঈশানের কোনে
দ্রাঘিমা রেখায়
দ্রুতগামী অশ্বের খুর কেঁপে উঠে ;
শোনা যায় অনেক না'ঘুমানো রাতের গল্প
মাতমের সুর- নিদ্রাদেবীকে দেখিনা!
নিনেভ নগরের এক বিপুলা সন্ধ্যায়
অ্যাপাচী যোদ্ধাদের ছেঁড়াফাঁটা
তাঁবুর ভিতরে দেবীর পাথুরে অবয়ব, গ্রীবাদেশে
কালশিটে দাগ!
-----
ধানমন্ডি ঢাকা
১০ জুন শুক্রবার
২০২২ খ্রীস্টাব্দ