অপরূপ অপরাহ্নের অনন্য আলোয়
তুমি কী খুব তৃষ্ণার্ত ছিলে
সুদূর বিওশিয়ার দুর্গম জঙ্গলে, তুমি খুঁজে
ফিরছিলে পাহাড়ী হ্রদ
অন্ধ জ্যোতিষী টাইরেসিয়াস
তোমার কোষ্ঠীনামা লুকিয়ে রেখেছিল প্রাচীন
মন্দিরে

নদীর দেবতা সেফিসাস আর জলপরী
লিরিওপি'র শ্রীযুক্ত সন্তান
মৃগয়ার ক্লান্তি মাখা বিষণ্ণ চোখে
শান্ত জলাশয়ের
স্বচ্ছ আয়নায় তুমি দেখেছিলে তোমার নিজেরই
ছায়া

উম্মাদ তুমি বোঝনি কিছুই
যতোবার জড়াতে চেয়েছো বাহু বন্ধনে
ছদ্মবেশী এমিনিয়াস প্রতিবার ভেসে উঠেছিল
পদ্ম সরোবরে

অহংকার নাকি আত্মপ্রেম। জানিনা
কার অভিশাপে, নেমেসিসের রাজদন্ড থেকে
তুমি মুক্ত হতে পারোনি

বিরহের ফুল হয়ে ফিরেছো প্রেমের বাগানে

#######

ধানমন্ডি, ঢাকা
১৪ জানুয়ারী ২০২১ খ্রীস্টাব্দ