পীর আউলিয়াদের মাজারকে আমরা
পবিত্র ভূমি হিসেবেই জানি, অথচ ইদানীং
মাজার জিয়ারতে গেলে, কত যে মুখরোচক
গল্প শোনা যায়!

বিশেষত 'খাদেম' প্রতিযোগী যারা, তাদের
অপরাধ বাণিজ্য, লোভ লালসার
হরেক রকম কেচ্ছা কাহিনী!
সাধারণ ভক্ত আশেকান, মুরিদানদের অবশ্য
এই ত্রিসীমানায়, কোন পাত্তাই নেই!

নারী পুরুষেরা এখানে, স্বাধীনচেতার মোড়কে
অবাধ যৌনতায় বিশ্বাসী
নজরানা হিসেবে অবৈধ সম্ভোগ
অর্থ সম্পদের চেয়েও অনেক বেশী কার্যকর-
খুনের ঘটনাও নেহায়েত মন্দ নয়,
কল্কি ফেটে যাবার মতো
অসংখ্য সিরিয়াস বিষয় তো প্রতিনিয়তই ঘটে!

অতি সম্প্রতি, মাজারের একজন একনিষ্ঠ খাদেম,
রূপবতী এক আশেকানকে নিয়ে
গোপন অভিসারে উধাও হয়ে গিয়েছিল
সমুদ্র সৈকতে-

এই গল্প এখন লোকমুখে, রসগোল্লার মত মজাদার!

#######

ধানমন্ডি, ঢাকা
২৭ অক্টোবর ২০২০ খ্রীস্টাব্দ