বিচিত্র এই বেঁচে থাকা, যেন তাসের খেলা
আসর জমে গেলে, বেহেড মাতালেরা
কতো কী যে বলে! মূলত, মুখরোচক আষাঢ়ে গল্প।
কালে ভদ্রে
কালজয়ী কিছু অভিনব দর্শন!
ঝাউপাতা নীরবে হাসে, অপার বিস্ময়ে কান পেতে
শোনে
পানশালার আলো ক্রমশ মৃদু হয়ে এলে
চৈতন্যের কপাটগুলো ঝাপসা হয়ে আসে
দৃষ্টি বিভ্রমে দেখি
রূপসীর নীল জামা কর্পুরের দানার মতো উবে যায়
তখনও বেশ কিছু বেহুশ খদ্দের
টেবিল চাপরে তবলা বাজাতেই থাকে
খানসামার হাতে বখশিশ গুঁজে দিয়ে ভাবি
জীবনের কোন মানে নেই, শুধুই উটকো ঝামেলা
বুড়ো বটগাছের নীচে ধ্যানমগ্ন ঋষিও
সবার অগোচরে ব্রাহ্মকালে
গেলাসে গেলাসে পান করে সোমরস, মহুয়া ফুলের
নির্যাস!
#######
(প্রকাশিত)
কাব্যগ্রন্থঃ "মধুরেণ মঞ্জুষা"
ধানমন্ডি, ঢাকা
২১ নভেম্বর ২০২০ খ্রীস্টাব্দ