কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম

দৃঢ় বাহুডোরের নরম উষ্ণতা, প্রগাঢ় চুম্বন
এড়িয়ে, দ্বৈপায়ন
রথের পিঠে চেপে বসলাম। উড়ে
যেতে যেতে দেখলাম, হাজার বছরের
প্রভূত প্রবঞ্চনা, কাপালিক দেবতাদের প্রাচীন
পিরামিড, নরমেধ যজ্ঞ

একদিন ঘোড়ার খুরের কর্কশ আওয়াজে
ঋকবেদ ঋষিদের ধ্যান ভেঙে যেতো
নীল নদের রক্তে উর্বর হয়ে যেতো আমাজন দ্বীপ
প্রেইরির রুটির ঝুড়ি

এখন কঠিন সময়! যেন শকুনি যুধিষ্ঠিরের
পাশাখেলা।
সবুজ তৃণভূমির ঘাসের গালিচায়
ঝরে পড়া তুষারবিন্দুতে হীরের দ্যুতি নেই
মৌয়াল মাঝীরা নৌকায় নিয়ে আসে হরিণ শাবক
কালা পানির তোড়ে ভেসে যায় রাণীমৌমাছি, বাঘের
চোয়াল

তোমার বাহুডোরেই আজ, আবারও
জেগেছি, বাজিয়ে চলেছি বেসুরো রীডের
হারমোনিয়াম
ঘুমের স্বরলিপি জুড়ে দেখে এসেছি মৃত্যুর গান
বিদায়ের আবহ সংগীত!

#######

ধানমন্ডি, ঢাকা

১১ ডিসেম্বর ২০২০ খ্রীস্টাব্দ