কিভাবে যে এতো দুঃখের কথা লিখি!

অভিধান দেখে, শাস্ত্র ঘেঁটেও, জেনে নিতে
পারিনি কখনো, কোন শ্লোকের অনুবাদ
মৌনতার গায়ে সূঁচ ফুটিয়ে, কারা যেন
তুলে নিয়ে গেছে সব শব্দের কুঁড়ি। রঙচঙে
সুতোর সাথে ফাঁসির দড়ির মতো ঝুলে থাকে
কাব্য কারবালা

পাথরে পাথর ঘষে আগুন কুড়োতে
যারা গিয়েছিল দূরের পাহাড়ে, তারা সবাই
মুঠোভর্তি হাহাকার নিয়ে ফিরে এসেছে
চাকরিচ্যূত ক্ষুধার্ত শ্রমিক, বর্গাচাষী
আর প্রান্তিক জনগোষ্ঠীর স্যাঁতস্যাঁতে শরীরে
দেখি, অসফল আন্দোলনের পুরনো ক্ষত, মলিন
ব্যান্ডেজ

গুদামঘরের মেঝেতে পড়ে আছে, কিছু  
ভাঙাচোরা প্ল্যাকার্ড ফেস্টুন
ট্রেড ইউনিয়ন, ধর্মঘট, সবকিছুই বিফলে
যায়

মিছিলে আসেনা কেউ, অনেক দিন তোমার মুখে
কোন শ্লোগান শুনি না

###

ধানমন্ডি, ঢাকা
১৩ আগস্ট বৃহস্পতিবার
২০২০ খ্রীস্টাব্দ