চোখ দুটো প্রথমেই বেঁধে দেয়া হয়েছিল
কালো রুমালে
অশ্রু  কিভাবে গড়াবে ?
জলরঙ অন্ধকারে ভেসে ছিল দুঃখের চিত্রকলা !

ফাঁসির আসামীর মতো আমাদের
নিয়ে আসা হলো কশাইখানায়
বাতাসে উৎকট গন্ধ, কাঁচা মাংশের গড়াগড়ি
শেয়াল শকুন ভনভনে মাছি আর মাংশাসী
চিলেরা
তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ফিরে যায় !

কান্নার সচিত্র প্রতিবেদন বিবর্ণ হতে থাকে
প্রিয় বাড়িটির ছাদে রংধনু ফুলের বাগান
প্রিয় সহধর্মিণী, সন্তান স্বজনেরা
গোলাপ সাজিয়ে রাখে
আমি এখন ফুলের গন্ধটাও বেমালুম ভুলে যাই !

আমার নাসারন্ধ্রে শুধু গন্ধক, সোরা, আর
ফসফরাসের ঘ্রাণ
বধির কর্ণমূলে মিলিয়ে যেতে থাকে
নিঃশব্দ বুলেটের ব্রাশফায়ার, মর্মভেদী চীৎকার !

#######

ধানমন্ডি, ঢাকা
১৪ ডিসেম্বর ২০২০ খ্রীস্টাব্দ
(শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি)