পথের ধারে একটি চেরি ফল গাছ

একজন লোক ফাঁসির দড়ি হাতে দাঁড়িয়ে
আছে
নিরানন্দ নিরাসক্ত মুখ
এখুনি ঝুলে পড়বে কোন শক্ত ডালে
উদীয়মান অসংখ্য সূর্য লাল চেরি ফলের চারপাশে
পায়চারী করছে

গীর্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একদল নান
শিশু সদনের মাঠে এইমাত্র শেষ হয়েছে
ভোরের কুচকাওয়াজ
অনতিদূরেই পাহাড়ি ঝর্ণার জল গড়িয়ে পড়ছে
পাখিরা উড়তে শুরু করেছে তাদের নিরূপম নিবাস
থেকে

হঠাৎ করেই লোকটি ভাবতে শুরু করে
কতোদিন চেখে দেখা হয়নি
চেরি ফলের স্বাদ, যাওয়া হয়নি গীর্জায়
জল পতনের শব্দ, পাখির কূজন
আর শিশুদের কুচকাওয়াজের সুমধুর আওয়াজ
শোনা হয়নি কতোকাল

ততক্ষনে, চেরি ফলের মতো লাল সূর্যগুলো
চক্রাকারে ঘুরতে ঘুরতে
নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে শুরু করেছে
বিষণ্ণ লোকটিকে

লোকটির পরিচয়, তিনি একজন নামডাকহীন মরমী
কবি!

#######

ধানমন্ডি, ঢাকা
০১ ডিসেম্বর ২০২০ খ্রীস্টাব্দ