যেমন আছি, আরো কিছুকাল এভাবেই
থেকে যাবো
হাওয়া ঘড়ির কাছে কিছু সময় চেয়ে নেবো
সবুজ পাতার কাছে কত যে ঋণ। জানি, আরো বেড়ে
যাবে

অন্ধ গায়কের সাথে গেয়ে যাবো আলোর সংগীত
শিশুর সারল্য যদি দেখি তোমার হাসিতে
জামার আস্তিনে জমে থাকা হতাশা, দুঃখগুলো
সব ঝেড়ে, আকাশে উড়িয়ে দেবো

কিছুদিন কবিতা পাঠে আসর মাতিয়ে রাখব
পাড়ায়, মহল্লায়
চায়ের দোকানে লাগাতার আড্ডা দেবো
পুরনো প্রেমিকাদের মিথ্যে আশ্বাস, ছলনার কৌশল
সবটুকুন ফাঁস করে দিয়ে যাবো হাটের চালায়

আরো কিছু সময় হাতে পেলে এবার নিশ্চয়ই
বেছে নেবো বাল্যকাল অথবা বাউল জীবন
অতঃপর বটের পাতায় লিখে রেখে যাবো এইসব             দিনলিপি, বাতিল পুরাণ!

#######

ধানমন্ডি, ঢাকা
২৬ নভেম্বর ২০২০ খ্রীস্টাব্দ