পর্যটক স্বভাব আমার। দেখেছি তাম্রযুগ
মেসোপটেমিয়া, কনফুসিয়াস!
নিয়ান্ডারথালের আমন্ত্রিত অতিথি হয়ে
চলে এলাম একদিন প্রাগৈতিহাসিক নোনা শহরে

এখানে থরে থরে সাজানো রয়েছে মরা প্রজাতির           ধূসরবর্ণ হাড়গোড়
সোমালিয়ার দুর্ভিক্ষে নিহত শত শত টন
কালো মাংশের অগণিত পাহাড়
সবুজ খরস্রোতা রক্তের জলীয় নহর
চলে গেছে কয়লা খনির অন্দর মহলে...

মাঝে মাঝে এই সব প্রাচীন জীবাস্ম রূপান্তরিত হয়         মানব শরীরে
শরীরচর্চা করে, খেলাধুলা করে, গান গায়, কবিতা ও লেখে
বিকেল গড়াতেই শাহবাগের মোড়, রবীন্দ্র সরোবরে
শুরু হয়ে যায় ম্যারাথন আড্ডা
পান টান ও চলে, সাথে চাঁদের চানাচুর, তারার চাটনী
পুড়ে যাওয়া সূর্যের
জালি কাবাব

কী আশ্চর্য !
ওরা সবাই দেখতে আমারই মতন, একই রকম !

                                                                    
#######

ধানমন্ডি
১১ সেপ্টেম্বর ২০২০ খ্রীস্টাব্দ