তোমার নিঃশব্দ নিপীড়নে টের পাই
তুমি শুধু পোড়াতেই পারো, নেভাতে জানো
না
ডিমের কুসুমের মতো হলুদ সূর্যকিরণ, পাখির
কূজন, আযানের সুমধুর সুর
তোমার শুভ্র ডানায় ঝাপিয়ে পড়লেই
আমি দেখি তোমার অনন্য উত্থান, অসাধারণ
উদ্ভাস, উর্বশী রূপ
দেখি তোমার নিরূপম চলাচল
অমল বাতাসে নড়েচড়ে ওঠা
নদীর কিনারে, শস্যখামারে অবাধ বিচরণ
নিরঞ্জনা আকাশের গায়ে হেলান দিয়ে
প্রজাপতির পিয়াসী পাখনায় তোমার সোনালী
উড়ান
আদিগন্ত হারিয়ে যাওয়া
মেঘের পেখমের মতো তোমার অনিবার পর্যটন
আরণ্যক পথে, ফেনিল ঢেউয়ের সাথে
যেতে যেতে
তোমার হেলে পড়া দেখি
কমলা বীথির সুরভিত মরুময় প্রান্তরে
দেখি পাহাড়ী ঝর্ণার মতো অতল গিরিখাতে তোমার
গড়িয়ে গড়িয়ে পড়া
তারপর ঝুপ করে তোমাকে নেমে পড়তে দেখি
ময়ালে, ময়দানে। অবিরল অন্ধকারের নীলাভ নিঃসঙ্গ
টানে, পুনশ্চ পীড়নে!
#######
ধানমন্ডি, ঢাকা
২৩ নভেম্বর ২০২০ খ্রীস্টাব্দ