দস্যু প্রেমিক.
পাহাড়ের মত শক্ত হয়ে
মেঘ থেকে ঝর্ণা এনে কয়
হাসছ কেন ?
লজ্জায় কথা সড়ে না
অনেক জমে থাকে মেঘ
হঠাৎ ঝড়ের তান্ডবে
গোলাপের পাপড়ি যেন
আনন্দশ্রæর ফোয়ারা ঝড়ছে।
বাতাসে বাতাসে সুরের মূর্ছনা।
কে যেন সেই গানটি গাইছে
মানবে মানবে শক্তির আলিঙ্গন
জমে থাকা শক্ত পাথর ভালবাসা
টপউপ করে ঝরছে
হালকা আলোয়ে
নিবে গেল সব
আমি ঠিক ঠাক
নেই দস্যু প্রেমিক ।