বিশ্বাস কর চন্দ্রমূখী
তোরে দেবার কিছু নাই ওখানটায়
যেখানে থাকতো প্রেম
একটু একটু কেমন জানি ভাললাগা-
ভালবাসা।
সরল বিশ্বাসে!
এক বেঈমানী উনুন ছাই করে গেছে সব,
সেখান থেকে ঝরে এখন
তপ্ত খোলার জল।
দোহাই স্পর্শ করো না
ঝলসে যাবে।
বিষ খাওয়া জন্তুর মত
নিল হয়ে গেছে
অযতনে ভালবাসার শরীর।
দুচোখের জল, ভাবছো তোমার
তোমার জন্য নয়
তাও এক সুকৌশলীর
বুকের মধ্যখানটায় করে যাওয়া
গর্ত থেকে
ভিসুভিয়াসের লাভা হয়ে ঝরছে।