অনেকটা পথ চলে এসেছি
বহু মাঠ ঘাঁট পথ প্রান্তর,
সাগর নদী বন বনান্তর।
অনেক দেখেছি ,
দেখেছি, হঠাৎ গর্জে উঠা
সমুদ্রের ভয়াল তরঙ্গের সাথে,
জীবনের প্রগাঢ় খেলা।
কিংবা,
মায়ের জঠরের মত ঘোড় অমানিশায়
পুনঃ জন্মের জন্য
জীবনের করুন মিনতী।
শুনেছি,
মানুষ রূপী হায়েনার আঘাতে
এ্যাবরো থেবরো ফোঁটা আধা ফোঁটা
গোলাপ কলির সুস্পষ্ট অভিযোগ।
আমিতো বিলাতে চেয়েছি,
চেয়েছি, শুধু ত্যাগের মহিমায়
উদ্ভাসিত হওয়ার সুযোগ।
দেখেছি,
অস্ত্রের ভালবাসায় ক্যাডার সেজে
বন্ধুর বুকে বুলেট বিদ্ধ করে।
রক্তের স্রোতে হাত ধৌত করে
কেন্টিনে বসে নাস্তা খেতে।
শুনেছি, পুষ্টিহীন মায়ের
অচেতন স্তনের বোঁটায় মুখ রেখে
ক্ষুধার্ত শিশুর হাহাকার।
দেখেছি, মানুষ হয়ে মানুষের কপালে
মানুষেরই পদাঘাত।