অবশেষে লগন এলো
প্রতীক্ষার পালা শেষ
বিয়েটা বুঝি হবেই
এই ভেবে ভেবে
পাহাড়টা লজ্জায় মলান
রূপালি চাদের জোস্নায়
পাহাড়ে উঠোন
স্যাৎ স্যাতে
সঙ্গীত মচ্ছনায় বিভূঢ়
স্বাপদ সংকূল।
নিশিন্দা, দেবদারুলতা-পাতা
বনরাজী নির্বাক স্নোতা।
কিয়ৎক্ষণ পরেই
সানাই বেজে উঠবে
স্বপ্নের অলি গলি
কল্পনার জলে হাবুডুবু।
এই এইতো বুঝি
আসবে মৎস্য কন্যা
বাসর সাজাবে পাহাড়ের কোলে
তর সয়না পাহাড়ের।
অতিথি আজ হাঙ্গর তিমি
জলহ¯িত সহ সকলে সাগরের।
আলবৎ জেনে মেঘরানী
হিংসায় অঙ্গার
তিলেক বিলম্ব না করে
ঘূর্ণি হয়ে করে দিল
সব ছাড়খার।
পাহাড়ের স্বপুগুলো
ছিব ভিন্ব হাহুতাস
এখানো পাহাড়ায় বিভূঢ়
বৈরি বাতাস
পাহাড়ের বিয়ে হলো না
ঠিকই,
আজও পাহড়ে দুচোখের জলে
ঝরনা হয়ে সাগরের
সাথে কথা কয়।