ভুলতে ভুলতে হাজার বছর  পার



আজ আমার থেকে বহুদূরে  চলে গেছো তুমি
তোমার স্মৃতি বুকের মাঝে আগলে রেখেছি আমি
মরি মরি তবুও বেঁচে আছি ।
ছন্দছাড়া পাখি মতো উড়ি
বাসা নাহি বাধি কোন ডালে
প্রতি রাতে তোমার - আমার দূরত্ব কথা ভাবতে
চোখের কোণ জল আসে
ভাবতেই সেই রাতের কথা
ভিতরে ভিতরে আমি একেবারে শেষ
ভুলতে ভুলতে জীবনের শেষ বেলায়  আছি
তবুও তোমাকে ভুলতে নাহি পারি

কে রাখে বলো কার খোঁজ !
প্রতিদিন নিজে থেকেই হচ্ছে নিজেই নিখোঁজ  
বেঁচে আছে দেহতে সবাই
ভিতরে ভিতরে শেষ ।
হাতে রেখে হাত পথ চলার মাঝে
কি দারুণ অনুভূতি  অবাক করা মনের কথা  ।
তোমার আমার অনুভূতির সাক্ষী জোছনার রাত,

হয়তো আজ তুমি আমার জীবন থেকে  ---
অমাবস্যার চাঁদের মতো হারিয়ে গেছো,
তাতে তুমি কি পেয়েছো ,  কি'বা লাভ ছিলো
আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে,
তুমি আজ আছো সুখে  
আমাকে রেখে দুঃখের সাগরে ।
তোমাকে কাছে পাইনি বলে ভেবো না দূরে আছি !
আমার মনে শুধু তুমি আছো  ।
তুমি আছো অন্য কারো বুকে
আমি আছি দুঃখের সাগরে ,
ভুলবো ভুলবো প্রতিদিনই ভাবি
হয়নি আজও ভুলা ।