তুই সবর্নাশ




প্রেম তুই সর্বনাশা------
এই দুনিয়ায় বুকে,
ময়না টিয়া কত কি কইয়া,
মন নিলি কাড়িয়া।

প্রেম করে কেউ হয়নি সুখী
এই দুনিয়ায় তরে,
মরলো কত ছেলে মেয়ে,
ও-ই না এক রশি দিয়ে।

প্রেম করে কি কেউ সুখী হয়েছে?
না-কি  লাইলী মজলু মতো,
শুধু কাহিনী ঘটেছে,
এই দুনিয়ায় তরে।

প্রেম তুই  দিলি কত জ্বালা,
কত কিশোর কিশোরী অন্তত,
করলি ফালা ফালা
তবুও হতে চায় তর সাথী



মেলান্দহ, জামালপুর