টোকাই
লোকজনে বলে আমি টোকাই,
আমার নাহি জন্মের কোন পরিচয় নাই,
না ফিরায় দেশে চলে গেছে মা,
পরিচয় টা হয়নি জানা।
জন্ম হইতেই জ্বলছি আমি,
দিবানিশি রাত্রি,
রাস্তা ধারে বসত আমার,
রাস্তা পোলা পান ছাড়া সবাই আমার পর।
রাস্তা ধারে কাগজ টুকায়ে টুকায়ে,
কিছু টাকা রোজগার করি।
কিছু লোকজন তা দেখে,
টোকাই বলে ডাকে।
পিতার বংশ কি? মাতার বংশ কি?
নেইতো মোদের জানা।
কি বলবো সেই পুরুষের কথা,
যে দিলো আমাকে টোকাই রে খাতা।
পরিচয় হীন আমি এক,
দুংখের কষ্টের নেইতো শেষ।
সকলের অবহেলা কাদি আমি
কি দিলো মোদের এই জাতি।
টোকাই বলে ডাকে মোদের,
নেই কি মোদের নাম?
চাই না মোদের টাকা পয়সা,
চাই মোদের পরিচয়।