টাকা
টাকা দিয়ে জীবন শুরু
টাকা কত মূল।
সেই টাকা রোজগার করে
মানুষ হয়েছে ধন্য।
টাকা রোজগার করে মানুষ
হয়েছে দিন দিন অমানুষ।
কেউ’বা টাকা রোজগার করে
হয়েছে মানুষের মাঝে ধন্য।
টাকা থাকলে তোমার মাঝে
সমাজে তুমিই প্রধান অতিথি।
খাতা কলমে শিক্ষা দিয়ে
দেশ হয়েছে চুরি।
টাকা তোমায় করে দিতে পারে
জগতের সবি পর।
আসবে না টাকা তোমার কোন কাজে
যেদিন জগত করবে তোমায় পর।
মেলান্দহ, জামালপুর