সূর্য ওঠেছে সকালে


ঐ দেখা যায় পূর্বে আকাশে
সূর্য  মামা ওঠেছে
সকাল হলো সবার নিজের কাজের চলো
আপন কমে মন দেয়

  দিন শেষে সূর্য মামা
পশ্চিম আকাশে অস্ত্র যায় ডুবে
সারাদিন নিজের কাজক নিয়ে সবার থাকি  বস্ত
সারাদিন সূর্য  মামা তার তাপে পুড়িয়ে যায়
  আমার দেহ মন

একারণে রাখবো মনে সূর্য মামাকে
সূর্য মামা প্রতিদিন দিয়ে থাকে আলো
  গরীব ধনী  রাখবে মনে  সূর্য মামা কে
সূর্য মামা মনে নেই হিংসা বিভাধে যে
  থাকবে এই আকাশ যতক্ষণ
হবে না শেষে যে সূর্য মামা কথা যে