রাজনীতি নয় ব্যবসা
এস এম মামুনুর রশীদ
রাজনীতি জেনো আজ হয়ছে ব্যবসা
টাকা বিক্রি করে কিনছে তারা ক্ষমতা
ক্ষমতা পেয়ে তারা দিচ্ছে ভাষণ
সেই ভাষণের সাধারণ জনগণের শাসন
যে বয়সে থাকার কথা লেখাপড়া সাথে
সেই বয়সে তারা থাকছে রাজপথে
বাবা-মা স্বপ্ন ছিলো আকাশ ছোয়া
সেই স্বপ্ন নিয়ে করছে তারা ঘোরা ফেরা
সকল স্বপ্ন বন্ধ করে তারা
ছুটছে তারা রাজনীতি পিছনে
বাবা-মা চাওয়া আদর্শ ছেলে মেয়ে
নাকি নষ্ট সাথে হল জীবন টা যুক্ত
যখন যে দল ক্ষমতা আছে
সেই দল আমি
আজ কে সভাপতি কাল মন্ত্রী
টাকা কামানো ফন্দি
সামনে দেখলে কাকা ভাই
পিছনে থাকলে শালার ভাই
এইটা মানব কল্যাণে উন্নতি
কি বলিবো দেশের কথা
রাজনীতি হয়েছে আজ
এক ধরনের ব্যবসার কারখানা