প্রবাস জীবনের ভালোবাসা
সবুজ ঘাসের সোনার ফসল মেঘের ভরা জীবন,
সব মায়া রেখে এলাম মাতৃভূমিতে
এলার্ম আমি রাজ করিতে প্রবাসে মাতৃভুমি ছেড়ে,
রাখিবো আমি ভালো আমার দেশকে।
কর্ম থেকে ভাগ্য বদলায় জীবন থেকে নয়,
ইচ্ছা থেকে হয় পরিবর্তন, নিজের পরিচয়।
জম্ম বিন্দু হকনা যেখানে,কর্ম বিন্দুতে হয় পরিচয়
সব মায়া ছেড়ে দিয়ে, কর্মের মায়ার চলি।
কর্ম মধ্যে আসবে যেত বাঁধা ,
সফলতা ততই পাইবে মজা কর্মের যেত বাঁধা,
এসেছি আমি রাজ করিতে এই না আমি অচিনা দেশে
আসুন আমরা রাখি মাতৃভূমিকে বুকে আগলে।
আমি আমার ভাগ্য পারি বদলাতে
ইচ্ছা থাকলে মনে, এলার্ম আমি মাতৃভূমি ছেড়ে।
দেশের উন্নতি জন্যে, প্রবাসে রাজ করিতে
ভাগ্য বদলাতে হবে, কর্মকে ভালোবাসলে।