প্রবাস জীবনের ভালবাসা
কত’শ ভাই বোন চাকরি জন্য
চলে যাচ্ছে সেই প্রবাস নামে বিদেশে
হাজারো রক্তের বাঁধন ফেলে
চলে যাচ্ছে সুখের জন্যের
দিনের পর দিন, মাসের পর মাস
বছরের পর বছর
হয় না তাদের সাথে দেখা
শুরু হয় ভিডিও কলে কথা
কত প্রেয়সী কাধে চুপে চুপে
বলতে নাহি কাউকে পারে
তারা জীবনে সুখের কথা
কষ্ট ভরা তার জীবন টা
প্রবাসী ভাই আসবে ----
ঘুরতে তার বাড়িতে মেহমান হিসাবে
সময় তাও তিন মাস
চলে যাবে কখন তার সময় আগেই জানা
প্রবাসীর জীবন কাটে একা একা
দেখতে দেখতে মধুর স্বপ্নগুলো
কখনও ভাবে না কখন পাবে
সেই আপন মানুষের ভালবাসা
ভিডিও কলে কথা বলে
শুনে পরিবারে অসীমাহীন আশা
প্রবাসী প্রাণে বাধেঁ হতাশের বাসা
সবারি ইচ্ছা পূরণ করতে প্রবাসী হয় দিশেহারা