অনেক দুঃখ নিয়ে বেঁচে আছি


বুকের মাঝে অনেক দুঃখ নিয়ে বেঁচে আছি
এই স্বাধীন দেশে, স্বাধীনতা নিয়ে।
স্বাধীন দেশে স্বাধীনতার চেয়ে পরাধীনতা বেশি,
নেইতো পরাধীনতার কোন অভাব ।

ছোট চাকরির অল্প তাহার বেতন,
বড় পরিবারের সন্তান আমি ;
রাখতে পারি না সকলের খবর,
অন্যের চাহিদা মেটাতে শেষ আমি।
নিজের রাখতে পারি না খুঁজো

দুঃখের বাড়ি দুঃখের আগমন
সুখ তাহার আত্নীয় স্বজন নয় ।
কি  দিয়ে  রাখি  তাহারে,
জীবনের  সাথে  জড়িয়ে ।

সুখের বাড়ি গেয়েছিলাম
আনতে তাহারে এই জীবনে
দুঃখ গেয়েছে আমার সাথে,
সুখ তাই পালিয়েছে বাড়ি ছেড়ে।

কি দিয়ে করবো জীবন শুরু
দুখি আমার জীবন সাথী।
থাকুক দুঃখ জীবনের সাথে আমারই ।
সুখ তো নাই এই অন্তরে,
তাই দুঃখ হোক এই জীবনের সাথী।